Breaking

Planets of Solar System । সৌরজগতের গ্রহ ।

সৌরজগতের গ্রহ ( Planets of Solar System)

৮ ই সেপ্টেম্বর সৌরজগতের গ্রহ  

বাংলারপেনঃ-

প্রশ্নঃ- সৌরজগতের গ্রহ সংখ্যা ও তাদের নাম এবং তাদের উপগ্রহ সংখ্যা , সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তাদের কত সময় লাগে ? , তাদের নিজ অক্ষে ঘুরতে কত সময় লাগে ?

উত্তরঃ- সৌরজগতের গ্রহ সংখ্যা ৮ টি ও একটিকে বামন গ্রহ বলা হয়ে থাকে ।

ü  সৌরজগতের সোলার সিস্টেমটি নিচে চার্ট এর মাধ্যমে দেওয়া হলো

 

ক্রমিক নং

গ্রহ

প্রদক্ষিণ

ঘুরন

উপগ্রহের সংখ্যা

১.

বুধ

৮৮ দিন

৫৮.৬৫

২.

শুক্র

২৪৩.০২ দিন

২৪৩.০২ দিন

৩.

পৃথিবী

৩৬৫ দিন

২৪ ঘণ্টা

৪.

মঙ্গল

৩৮৭ দিন

২৪.৬ ঘণ্টা

৫.

বৃহস্পতি

১২ বছর

৯.৮ ঘণ্টা

৯৫

৬.

শনি

২৯ বছর

১০.৩ ঘণ্টা

১৪৬

৭.

ইউরেনাস

৮৪ বছর

১৭.৯ ঘণ্টা

২৮

৮.

নেপচুন

১৬৫ বছর

১৯.১ ঘণ্টা

১৬

৯**

প্লুটো

২৪৮ বছর

--

 

** প্লুটোঃ এটি আবিষ্কৃত হয় ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি । বিজ্ঞানী ক্লাইড ডব্লিউ এটি আবিষ্কার করেন । সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ( পৃথিবীর হিসাবে ) ২৪৮ বছর । সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় ৬০০ কোটি কিলমিটার । কমপক্ষে প্লুটোর গতি মাত্র ৪.৭ কিলোমিটার এর ব্যস ২,৩৭৬.৬ কিলোমিটার । এর পাঁচটি উপগ্রহ রয়েছে । প্লুটোতে প্রচুর পরিমানে মিথেন গ্যাস রয়েছে । অনেক বছর ধরে এটি গ্রহের তালিকাই নাম থাকলেও ২০০৯ সালের পর এটি গ্রহের মর্যাদা হারায় । ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এতিকে বামন গ্রহ হিসাবে স্বীকৃতি দেন ।( উইকিয়াপিডিয়া অনুযায়ী )

পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হল ।

Planets of Solar System PDF


Post a Comment

Previous Post Next Post