সৌরজগতের গ্রহ ( Planets of Solar System)
প্রশ্নঃ- সৌরজগতের গ্রহ সংখ্যা ও তাদের নাম এবং তাদের উপগ্রহ সংখ্যা , সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তাদের কত সময় লাগে ? , তাদের নিজ অক্ষে ঘুরতে কত সময় লাগে ?
উত্তরঃ- সৌরজগতের গ্রহ
সংখ্যা ৮ টি ও একটিকে বামন গ্রহ বলা হয়ে থাকে ।
ü
সৌরজগতের সোলার সিস্টেমটি নিচে চার্ট এর মাধ্যমে দেওয়া হলো
ক্রমিক নং |
গ্রহ |
প্রদক্ষিণ |
ঘুরন |
উপগ্রহের সংখ্যা |
১. |
বুধ |
৮৮ দিন |
৫৮.৬৫ |
০ |
২. |
শুক্র |
২৪৩.০২ দিন |
২৪৩.০২ দিন |
০ |
৩. |
পৃথিবী |
৩৬৫ দিন |
২৪ ঘণ্টা |
১ |
৪. |
মঙ্গল |
৩৮৭ দিন |
২৪.৬ ঘণ্টা |
২ |
৫. |
বৃহস্পতি |
১২ বছর |
৯.৮ ঘণ্টা |
৯৫ |
৬. |
শনি |
২৯ বছর |
১০.৩ ঘণ্টা |
১৪৬ |
৭. |
ইউরেনাস |
৮৪ বছর |
১৭.৯ ঘণ্টা |
২৮ |
৮. |
নেপচুন |
১৬৫ বছর |
১৯.১ ঘণ্টা |
১৬ |
৯** |
প্লুটো |
২৪৮ বছর |
-- |
৫ |
** প্লুটোঃ এটি আবিষ্কৃত হয় ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি । বিজ্ঞানী ক্লাইড ডব্লিউ এটি আবিষ্কার করেন । সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ( পৃথিবীর হিসাবে ) ২৪৮ বছর । সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় ৬০০ কোটি কিলমিটার । কমপক্ষে প্লুটোর গতি মাত্র ৪.৭ কিলোমিটার এর ব্যস ২,৩৭৬.৬ কিলোমিটার । এর পাঁচটি উপগ্রহ রয়েছে । প্লুটোতে প্রচুর পরিমানে মিথেন গ্যাস রয়েছে । অনেক বছর ধরে এটি গ্রহের তালিকাই নাম থাকলেও ২০০৯ সালের পর এটি গ্রহের মর্যাদা হারায় । ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এতিকে বামন গ্রহ হিসাবে স্বীকৃতি দেন ।( উইকিয়াপিডিয়া অনুযায়ী )
পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হল ।
Post a Comment